Home page About Us Contact us Check Mail
Bangladeshi Flag
Adobe-Flash-Player-downloadadobe-flash-player-error
আমি সবচেয়ে বেশি চিন্তিত এই কলাম-এর বীরদের ক্রমানুযায়ী সাজানো যেটা ১৯৭১-এর ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অপ্রকাশিত তথ্য সংগ্রহের লক্ষ্যে পরিকল্পিত। দু'লাইন বা দু'পৃষ্ঠা, দুর্ধর্ষ অথবা শান্তিপ্রবণ যারা গণমাধ্যমে কীর্তিত নয় কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে স্বাধীন বাংলাদেশ প্রত্যাশার উদ্দীপিত হয়ে প্রতিরোধে ও শত্রুমুক্ত করতে অকুতোভয়ে লড়াই করছে তাদের ভাষায় তাদের কথা লেখা। শহীদের সত্য ইতিহাস সংগ্রহে সতর্কতা ছিল। আমরা এখনো পর্যন্ত কোন বইয়ের লেখা তুলে ধরিনি। তবে ওয়েবসাইট ঘাটা-ঘাটি করেছি, তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য হলে সংগ্রহ করেছি।
Protest Action at Motijheel Central Govt Boy's High School before 7th March'71
তারিখ অনুযায়ী ১ মার্চ থেকে ৬ মার্চের ঘটনা প্রথমেই আসে - প্রতিরোধে মতিঝিল সেন্ট্রাল গভঃ বয়েজ হাই স্কুল ..৭ মার্চ '৭১-এর পূৰ্বে।
Nasir Ahmed Apu
Nasir Ahmed
Apu

৭১এর রক্ত রেখা

 1971 martyrs Bloodlines and forgotten heroes of Bangladesh Liberation War 

বীর মুক্তিযাদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও
মুক্তি যুদ্ধের কণ্ঠ সৈনিকমন্জুর আহমেদ ( দিপু)


Forgotten Hero of Bangladesh  Liberation   War 1971



Monjoor Ahmed Dipu


বীর মুক্তিযাদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও মুক্তি যুদ্ধের কণ্ঠ সৈনিক মন্জুর আহমেদ ( দিপু)


তথ্য সংগ্রহ: একুশ ইনফো
প্রতিবেদন : সাইফুর রহমান ওসমানী জিতু, ঢাকা । (অনেক অনেক কৃতজ্ঞতা)

নীরবে চলে গেলেন লস এন্জেলেস শহরে হাসিমাখানো মুখের একজন বীর মুক্তিযাদ্ধা, স্বাধীন বাংলা বেতারের কন্ঠশিল্পী ও সংগীত পরিবারের সদস্য মন্জুর আহমেদ ( দিপু) । 
আমরা সকলে ‘মন্জুর ভাই’ বলে ডাকতাম। উনি অসুস্হ জানতাম, তবে ভেবেছিলাম তিনি সুস্হ হয়ে যাবেন । জীবনের অনেকটা কাল তিনি বসবাস করেছেন লস এন্জেলেস শহরে। অংশ নিয়েছেন লস এন্জেলেস ও আসে পাশের শহরগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে । আজ ওঁনার বড় ভাই মনসুর আহমেদ (নিপু ) ভাইয়ের ফেইসবুকে সংবাদটি দেখে একেবার থমকে গেছি ।
চমৎকার পিয়ানো বাজাতে পারতেন আমাদের মন্জুর ভাই । এ মূহুর্তে মনে পড়ছে, লস এন্জেলেস শহরে নামী-দামী রেস্টুরেন্ট এলাকা নামে পরিচিত ‘লা সিয়েনেগা’ সড়কের ওপর ‘গে-লর্ড’ নামে এক অভিজাত রেস্টুরেন্টে একসময় তিনি নিয়মিত পিয়ানো বাজাতেন । একবার আমার সংগে দেখা হলে বলেছিলেন ” জিতু ভাই ‘গে-লর্ড’- এ আপনার আমন্ত্রণ রইলো- চলে আসবেন সময় করে ?” সুযোগ হয়েছিলো আমার- ওই রেস্টুরেন্টে যাবার। রেস্টুরেন্টের ভেতরে মূল জায়গাটিতে একটি প্লাটফরমের ওপর সাদা চকচকে দামী গ্র্যান্ড পিয়ানো বসানো ছিলো । রেস্টুরেন্টে যারা খাবার ক্ষেতে আসতেন -তাঁদের মনোরঞ্জনের জন্য পিয়ানোর সূরের ঝংকার তুলতেন মন্জুর ভাই-তাঁর যাদুকরী হাতের ছোঁয়ায়।
একদিন চমকে দিয়ে উপস্হিত হলাম লস এন্জেলেস শহরের রেস্টুরেন্ট এলাকা নামে সুপরিচিত ‘লা সিয়েনেগা বুলেভার্ড ‘ রাস্তায় অবস্হিত ‘গে-লর্ড’ রেস্টুরেন্টে । মন্জুর ভাই আমাকে দেখেতো খুবই খুশী হলেন । আমাকে ভীষণ সম্মান করতেন তিনি । যদিও আমি নিজেকে , সে যোগ্যতার মাপকাঠিতে কখনো মূল্যায়ন করিনি। বিটিভি-র হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে আমার প্রতিবেদনের প্রায়শ: প্রশংসা করতেন তিনি। ভীষণ অমায়িক প্রকৃতির মানুষ ছিলেন তিনি। যাহোক, দেখলাম রেস্টুরেন্ট খুলতে এখনো কিছুটা সময় বাকী ।
মুখে স্মিত হাসি , সুন্দর কালো স্যুট আর সাদা সার্ট , চোখে কালো ফ্রেমের চশমা পরিহিত অবস্হায় মনজুর ভাই বললেন ‘আসুন আমার সংগে’ – এই কথা বলে নিয়ে গেলেন পিয়ানোর সামনে । দেখে মনে হলো একজন পেশাধারী পিয়ানো বাদক যেনো আমার সামনে দাঁড়িয়ে আছে ।
সম্ভবত: ”ইয়ামাহা’ সাদা চকচকে একটি গ্র্যান্ড পিয়ানো ছিলো, যার সামনে রাখা ছোট্ট একটি বসার আসনে তিনি বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন – ‘কোন গানটি বাজাবো?’ আমি বললাম ‘আপনার পছন্দের যে কোন একটা হতে পারে?’ তিনি পিয়ানোতে প্রথমেই বাজালেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সুর আর গেয়ে শোনালেন কয়েকটি আধুনিক গান । তন্ময় হয়ে ওঁনার বাজানো পিয়ানোর সূর আর গান শুনে মুগ্ধ হলাম । কথা প্রসংগে জানা গেলো , স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু স্মৃতি কথা আর পিয়ানোর একটি একক এ্যলবাম রয়েছে সে কথা। এরপর যখনই সুযোগ হয়েছে আমার চেস্টা করেছি – আমাদের অন্চলে বেশ কিছু মন্চ অনুষ্ঠানে মন্জুর ভাইকে দিয়ে অনুষ্ঠান করার ।
আমি একসময় ‘আমেরিকা বাংলাদেশ’ শিরোনামে ‘এটিএন বাংলা’-র জন্য স্বাধীনতার ওপর একটি টেলিভিশন অনুষ্ঠান নির্মানের জন্য তখন স্ক্রিপ্ট তৈরী ও পরিকল্পনার কাজে ব্যস্ত । অনুষ্ঠানের উপকরণ খুঁজছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের দিয়ে অনুষ্ঠান নির্মান করার । মন্জুর ভাইয়ের সাথে কথা বলার পর স্বাধীনতার ওপর অনুষ্ঠান তৈরী করার জন্য -এর চাইতে উৎকৃষ্ট উপকরণ আর কি হতে পারে ? মন্জুর ভাইকে আমার টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথা তাৎক্ষনিক জানালাম । তিনি সানন্দে রাজী হলেন এবং শুটিংয়ের জন্য আমাদের ‘গে-লর্ড’ রেস্টুরেন্ট ও পিয়ানো ব্যবহার করার জন্য মালিকের কাছ থেকে অনুমতি আদায় করে দিলেন ।
অনুষ্ঠানে মন্জুর ভাইয়ের স্বাধীন বাংলা বেতারের স্মৃতিকথা নিয়ে একটি সাক্ষাৎকার আমার উপস্হাপনাতে
রেকর্ড করার সুযোগ হয় । ওই অনুষ্ঠানে টেলিভিশন দর্শক-শ্রোতাদের জন্য পিয়ানোতে মন্জুর ভাই বাজিয়ে শোনান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এ জনপ্রিয় গানটির সূর । খুব প্রশংসিত হয়েছিলো মন্জুর ভাইয়ের পিয়ানো বাজনার আর তাঁর দেয়া সাক্ষাৎকার। আলোচনায় জানা গেলো তথ্যবহুল স্বাধীন বাংলা বেতারের অনেক অজানা কথা ।
মন্জুর আহমেদ ( দিপু ) ছিলেন একজন প্রখ্যাত সংগীত পরিবারের সদস্য । এক ভাই মনসুর আহমেদ ( নিপু ), সত্তরের দশকের জনপ্রিয় পপ-রক ব্যান্ড ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’-র প্রতিষ্ঠাতা, অপর ভাই নাসির আহমেদ ( অপু ) যিনি লস এন্জেলেসের একজন প্রবাসী বাংলাদেশী পেশায় একজন দন্ত চিকিৎসক। কিন্তু এর বাইরেও সবচেয়ে বড় পরিচয়- নাসির আহমেদ ( অপু ) সত্তর দশকের ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’র সহ-প্রতিষ্ঠাতা এবং স্পন্দন’র একমাত্র গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী। যার লেখা গানগুলোর মধ্যে রয়েছে ‘এমন একটা মা দেনা’, ‘সাঁজিয়ে গুজিয়ে দে মোরে’, একটা চাবী মাইরা দিছে ছাইরা’, পাগলার মন নাচাইয়া’, ‘স্মৃতির সেই পটে আজও’, এই মনটারে ডানা মেলে দিয়েছি’ ইত্যাদি অসংখ্য জনপ্রিয় হিট পপ গান । আর বোন রীনা আহমেদ- একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগ্রহে রয়েছে বেশ কিছু একক গানের এ্যলবাম । তিনি বসবাস করেন নিউ ইয়র্ক শহরে ।
মন্জুর ভাই আমাদের সকলকে ছেড়ে হঠাৎ এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন । যতদিন তিনি বেঁচে ছিলেন, তিনি চেস্টা করেছেন তাঁর মেধা আর পরিশ্রম দিয়ে লস এন্জেলেস প্রবাসী বাংলাদেশীদের আমাদের কৃস্টি আর সংস্কৃতি বিকাশের জন্য কাজ করার । আমরা লস এন্জেলেস ও আশেপাশের প্রবাসী বাংলাদেশীরা কোনদিনই ভূলবোনা মন্জুর ভাইয়ের তাঁর সেই রেখে যাওয়া সাংস্কৃতিক অংগনে সেসব পদচিহ্নের কথা ।
দোয়া করি আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য । মিনতি করি মহান আল্লাহ যেনো মন্জুর ভাইকে বেহেস্তের সর্বোচ্চ আসনে তাঁকে অধিষ্ঠিত করেন । আমিন ।
Memories of my Brother
a short note by Nasir Ahmed Apu ( one as Admin of this website )
WWW.71ERROKTOREKHA.COM
Nasir Ahmed Apu Manjurr Ahmed was a valiant freedom fighter.
He was my eldest brother.
He made a long and tough journey form Charigram ( my moms village ), Manikganj to Agartala to join Bangladesh freedom fight. And it was probably on April 02, 1971.
We relocated to charigram quickly on March 28, 1971 and stayed there for 2 weeks or so. There I saw 2 student leaders Azad and Toju ( from chattraleague ) from Manikganj. I saw my brother was talking to them.
Suddenly 2-3 days later I couldn't see my brother and Azad any more .
Next night Toju ( he was almost 6 ft in hight and well built man ) was trapped and caught by 4 police men at night due to information provided by few bad Bengalis( Razakar ,surely ) in that village . Toju went through heavy physical torture right there , right then. It is called as " বাঁশ ডলা "। 2 hard bamboo on his back and 2 on the chest and four men stands on the bamboos on the chest and press and roll up and down until ribs and liver smashes to same plane. They did that to Toju. And dumped his body inside cows cart and walked away to their destination . I alone followed them from about 5 ft distance for about half a mile . It was a very dark night . I never saw such inhuman acts ever. I learnt later that Toju was still alive and was transferring to Dacca to handover him to Pakistani Army possibly Tikka Khan. What happened later is not known until today. Allah Bless him.
So we didn't know whereabouts of Manjurr Ahmed. In few days suddenly we could hear his voice from Shadhin Bangla Betar Kendra. He was singing his own written patriotic song. We felt good and inspired.
Manjurr Ahmed was founding member of Shadhin Bangla Betar Kendra . He together with Apel Mahmoud, Jabbar Bhai, Mukul Choudhury and others organized events in Bombay and other places to raise funds. They worked tirelessly to win.
Finally after 9 months it was so nice to see him again.
Manjurr Ahmed , Bsc loved his friends. His friends loved him. He was the GS of Bangladesh Kantha Shilpa shangsta. He was soft spoken always and polite person. Fun lover and stayed joyous.
I do still remember how much he cared for his friends. I do recall he stayed on prescribed Valium for months after he lost his two closed friends between 1969- 1973. Their name was Sultan and Tipu ( brother of Dr. Roaif Kabir (Shilu).
Manjurr Ahmed loved doing music. He carried it over until his last time. He was an inspiration to me.
We all miss him heavily. He left behind his wife and a daughter and a son.
May Param Allah grant him rewards.
Freedom Fighter Manjur Ahmed DIPU, vocalist of Shadhin Bangla Betar Kendra
Freedom Fighter Manjur Ahmed DIPU, vocalist of Shadhin Bangla Betar Kendra
Manjur Ahmed Dipu, vocalist of Shadhin Bangla Betar Kendra
Manjur Ahmed Dipu, vocalist of Shadhin Bangla Betar Kendra

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


A Tribute to Manjurr Ahmed Dipu an Artist and Founding Member of Swadhin Bangla Betar Kendro By Safiur Osmani G2

 

Mansur Ahmed shared Saifur Osmani's video — with Saifur Osmani
March 29 at 8:03am ·

Many thanks Saifur Osmani G2 for sharing this rare video of Manjurr Ahmed Dipu, my Elder brother and Artist & Organizing Secretary of Shadhin Bangla Beter Kendro. Since inception Manjurr Ahmed was performing in Dhaka Radio along with Apel Mahmud, Syed Abdul Hadi & with other artists. He was A grade artist of Radio Bangladesh, Dhaka. He has expertise in playing piano & at first recorded Folk Song of Bangladesh in Piano released from Colombia Broadcasting Corporation(CBS), Mumbai, India.
Our family is a very cultural family. My father was a good Classical Singer & Class one Govt. Officer. He used to sing on a same stage at Calcutta(Now Kolkata) with Shachin Dev Burman. I Mansur Ahmed Nipu have founded "SPONDAN" on 17th January, 1972. Sheikh Kamal was my Dhaka College friend & I had invited him to join Spondan as Chief Advisor. He accepted my invitation. Nasir Ahmed Apu, my younger brother, by profession Dental Surgeon currently practising in Los Angeles, California is a Music Director, Pop & Rock singer, Lyrics writer, Tuner of SPONDAN-1972. Nasir Ahmed Apu  along with Firoz Shai is the Co-Founder of Spondan who has created numbers of popular songs like Emon Ekta Maa Deyna, Paglar Mon Nachaiya, Rita Jeona Cholay, Shajeya Gujeya, O Goria Tui Kothai Ray etc songs. My younger sister Rina Ahmed was A Grade Artist of Bangladesh Radio, Dhaka. She was also a core Artist of SPONDAN-1972. She also released many popular songs like Prem Jeno Ek Nidhara Phakhi, Nidoya Nishtur Pakhiray, Bokulo Bishano etc songs. My younger brother Nazir Ahmed, currently Teaching at IUB as Associate Professor is also a good pianist. He played piano at the Noble Peace Prize winners Ceremony Hall (I forget the name of the hall). In memory of my elder brother Manjurr Ahmed,I express my heartfelt condolences at his sudden demise & also pay my profound gratitude to Saifur Osmani G2 for arrangement & presentation of the program, sharing this rare video of Manjurr Ahmed.---- Mansur Ahmed Nipu, Founder, SPONDAN SHILPI GOSHTI-1972

 

Saifur Osmani Thank you Mansur Bhai for the nice compliments. I really miss him.

Your added informations will certainly very helpful to others to get to know more about the legacy of a ‘Cultural Family’.

I’m really honored to have a connection with you, specially to meet personally Manjur Bhai and Apu Bhai in Los Angeles.

Our thoughts and prayers are always with you and your family members to loss your brother.
-G2


A Tribute to Manjurr Ahmed Dipu-an Artist and Founding Member of Swadhin Bangla Betar Kendro By Shafiur Osmani G2

 

Nasir Ahmed Apu Thank you M Shah Alam for sharing the post of Saifur Osmani and considering it for your new website.
Saifur Osmani did a magnificent works on late Manjurr Ahmad. I am really moved by his works. He is innovative and he searches for truth .
About my brother , late Manjurr Ahmad I just want to announce that he has remarkable profile in music before the freedom fight and after.
He loved music. And loved doing music from his early life . During his schooling at central govt. high school in the sixties he organized many cultural events there and performed together with kaderi Kibria and other students. He was liked by his teachers especially Yakub Ali Sir of Pabna.
After graduation he founded Tri Dhara band together with kaderi Kibria , Rathinthro Nath, Shapna Banerji, Mira Mukherji in the sixties way before jinga, Spondan , Uccharan . They initiated and introduced first seasonal Bengali songs performance ( spring song , Boishakhi songs ) live in group leaded by him. It used to happen at Bangladesh Parishad , Dacca headed by Toffajol Ahmed , lyricist and incharge( formerly Pakistan parishad ) in the sixties. They were spotted on the front page and headline news in Chitrali news paper in every season of the year for many years.
After the liberation of Bangladesh when new music from Spondan and Uccharan rocked the nation I never noticed him then saying against this new music ( Bengali Pop/rock ) or for it.
This is a man , Manjurr Ahmad , Bsc was a man of principle in music . He maintained his standard and he then formed Kantha Shilpa Shangsta , Dhaka, Bangladesh ( recording artists Guild) together with artists Ferdousi Rahman, Jabbar Bhai, syed Abdul Hadi , and others to maintain and function traditional Bengali modern songs and music. Manjurr Ahmed Dipu was the general secretary of " কন্ঠ শিল্পী সংস্থা " ঢাকা, বাংলাদেশ।
Much admirable things can be said about him.
He was not after popularity, but was a true giver , a true contributor to Bangladesh.

 
Manjurr Ahamed Dipu with Artists n Freedom Fighters of Shadhin Bangla Betar Kendro 1971

Akbar Ahmad
May 31, 2017
বাংলাদেশ কালচারাল ট্রুপ
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১৪ জন শিল্পীকে নিয়ে ব্যারিস্টার আঃ রশিদ বাদল এম.এন.এ এর নেতৃত্বে "বাংলাদেশ কালচারাল ট্রুপ" গঠিত হয়েছিল।
এ ট্রুপ ভারতের বম্বে, পুনা ও গোয়া সফর করে গীতি-নক্সা "বিক্ষুব্ধ বাংলা" মঞ্চস্থ করেছিল।
তখন যে সকল গান অত্যান্ত জনপ্রিয় হয়েছিল, সে গুলো হলো - গোবিন্দ হালদারের লেখা, আপেল মাহমুদের সুর ও স্বপ্ন রায়ের গাওয়া "এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না"; কাজী নজরুল ইসলামের লেখা নমিতা ঘোষের গাওয়া “ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি”; আব্দুল জব্বারের গাওয়া “জয় বাংলা বাংলার জয়”; আপেল মাহমুদের গাওয়া “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”, ইত্যাদি।
এ ছাড়াও “হায়রে কৃষাণ তোদের শীর্ণ দেহ দেখে যার অশ্রু মানে না”, “সোনা সোনা সোনা লোকে বলে সোনা, সোনা নয় যত খাঁটি”, “আজি বাংলাদেশে ক্ষুধার আগুন তাই তো জ্বলে” ও আরো অনেক জনপ্রিয় গান এ ট্রুপের শিল্পীগন গেয়েছিলেন।
ছবিতেঃ (ডান থেকে বসা) – রমা ভৌমিক, অরুণা সাহা, মোঃ আব্দুল জব্বার, ব্যারিস্টার আঃ রশিদ বাদল এম.এন.এ, নমিতা ঘোষ, স্বপ্ন রায় ও মাধুরী আচার্য্য।
(ডান থেকে দাঁড়ানো) – অবিনাশ শীল, দিলীপ সোম, মঞ্জুর আহমদ, শান্তি মুখার্জি (ভারতীয় তবলচী), শহিদুল ইসলাম, আপেল মাহমুদ, শেখ আলাউদ্দিন আহমদ।
★ সকলকে আনত শ্রদ্ধা।
ছবি সৌজন্যেঃ শিল্পী নমিতা ঘোষ।
আমি ছবিটি নিয়েছি মাজহারুল ইসলাম এর পেজ থেকে (সামসুল হুদা মারফৎ)

Comments
Khairul Alam Belal
Khairul Alam Belal good information.

 

Mansur Ahmed
Mansur Ahmed It's a historical photograph of the artists of Shadhin Bangla Better Kendro. Many thanks Shah Alam for your sincere effort to uphold the unknown information of Artists n freedom fighters of Shadhin Bangla Better Kendro.